ঢাকা জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।
ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড নবাবগঞ্জ উপজেলায় মো. আরিফুর রহমান খান (অটোরিক্সা) ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পত্তনদার মো. রাকিব (ঘুড়ি) পেয়েছেন ৫৮ ভোট। প্রিজাইডিং অফিসার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
অপরদিকে ৩নং ওয়ার্ড দোহার উপজেলায় মো. শাহজাহান মোল্লা (অটোরিক্সা) ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দেলোয়ার হোসেন (হাতি) পেয়েছেন ৪৫ ভোট। প্রিজাইডিং অফিসার মো. আব্দুল্লাহ আল বায়েজিদ এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া কেরানীগঞ্জে সদস্য পদে মো. মিন্টু মিয়া হাতি প্রতীক নিয়ে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে আজাদ তালা চাবি প্রতীক নিয়ে ১২৭ ভোট পান।
সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে মোসাঃ শিলারা ইসলাম (টেবিল ঘড়ি) নির্বাচিত হয়েছেন।
এর আগে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বিনা প্রতিদ্ব›িদ্বতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।
Leave a Reply
You must be logged in to post a comment.