নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তারের করেছে র্যাব।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার (উপ-পরিচালক) স্কোয়াড্রন লীডার এ কে এম মনিরুল আলম রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার শফিকুল (৩৪) নরসিংদী জেলা সদরের পাইকারচর (বালাপুর) এলাকার ইব্রাহিম ওরফে ইবুর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ওই যুবক গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। রোববার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল পুরান পট্টি এলাকা থেকে
তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রপ্তার ওই যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন