1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

নবাবগঞ্জে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সূধী সমাবেশ

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩২১ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রাচীন পাঠশালা গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আলোচনা সভা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে বিদ্যালয়ের আঙিনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি, আইসিটি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম কনক।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তনছাত্র সাবেক গণপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু প্রাক্তন ছাত্রদের নিয়ে ভ্রাতৃত্ব একতা সুদূঢ় করতে এলামনাই এসোসিয়েশন গঠনের প্রস্তাব দিলে সকলে দাঁড়িয়ে তা সমর্থন করেন।

এসময় বক্তারা বিদ্যালয়ের গৌরবময় শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে ভেদাভেদ ভুলে নিজেকে শিক্ষার্থী পরিচয়ে দায়িত্ব পালনের আহŸান জানান।

বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক মো. আব্দুল আজিজ, এফবিসিআই সাবেক সভাপতি খন্দকার রুহুল আমিন, কেন্দ্রীয় তাঁতীলীগের সহ-সভাপতি কেএম শহীদুল্লাহ, বাংলাদেশ কার্গো ভ্যাসেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিএম সারোয়ার, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, প্রফেসর ডা. মিজানুর রহমান, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত প্রামানিক, আগলা ইউপির সাবেক চেয়ারম্যান আবেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া।

উপস্থিত ছিলেন, খালিদ খান, জাহাঙ্গীর খান, আজীবন দাতা আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ