দ্বিতীয়বার ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত হওয়ার পর ঢাকার দোহারের শিমুলিয়া গ্রামে নিজ বাড়িতে নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
এসময় আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় তিনি বলেন, দ্বিতীয় বারের মতো জননেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে। নেত্রী আমার উপর আস্থা রেখেছেন। আমি নেত্রীর প্রতি কৃতজ্ঞ। গত ৫ বছর ঢাকা জেলা পরিষদের ব্যাপক উন্নয়ন কাজ করেছি। এবার অসমাপ্ত কাজসহ নতুন নতুন আরও কাজ করবো। সারা বাংলাদেশের মধ্যে ঢাকা জেলা পরিষদকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতেই আমি কাজ করে যাবো।
এ সময় তিনি আরও বলেন, জনগণের চাওয়ার আগেই আমি নিজে প্রতিটি এলাকায় গিয়ে নিজে ঘুরে ঘুরে দেখে রাস্তা, মসজিদ মাদ্রাসা মন্দির সহ যেখানে যা প্রয়োজন তাই নির্মাণ করবো ইনশাল্লাহ ।
মন্তব্য করুন