ঢাকার দোহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে কেক কাটা ও আনন্দ র্যালির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা সুরুজ আলম সুরুজ, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন সোহাগ, জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হোসেন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সহ আরও অনেকে।
মন্তব্য করুন