1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

পুরস্কার পেলেন নারী উদ্যোক্তা শারমিন ইসলাম শুক্তি

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯৫ বার দেখা হয়েছে

পুরস্কার পেলেন নারী উদ্যোক্তা শারমিন ইসলাম শুক্তি।বাংলাদেশ নারী লেখক সোসাইটির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গত ১৮ ই সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্র নাট্যশালার অডিটোরিয়াম এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী লেখক সোসাইটির সভাপতি সেলী সেনগুপ্তার সভাপতিত্বে নূরজাহান বেগম পদক পেয়েছেন কথা সাহিত্যিক নাসরিন জাহান। পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্ত্বার কবি মোহাম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক ঝর্ণা রহমান, কবি লিলি হক।

জাকজমক পূর্ণ এই অনুষ্ঠানে নারী উদ্যোক্তা পুরস্কার পান বাংলারহাট বাজার নামের অনলাইন পেইজ এর উদ্যোক্তা শারমিন ইসলাম শুক্তি।

নারী উদ্যোক্তা শারমিন ইসলাম শুক্তি পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে বলেন, যে কোন রেকগনাইজেশন মানুষকে পথ চলতে অনুপ্রেরণা যোগায় ! আর সেটা যদি হয় বন্ধুত্বের হাত ধরে সেখানে তৃপ্তি ও ভালোলাগা বহুগুন বেড়ে যায়। পুরষ্কারের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি কবি ও সাহিত্যিক বন্ধুদ্বয় মেহবুবা হক রুমা ও সালমা সুলতানা কে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ