ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বর্দ্ধন পাড়া প্রগতি সংঘের আয়োজনে মরহুম আতাহার মোল্লা স্মৃতি ঘরোয়া ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় বর্দ্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
যমুনা বনাম কর্ণফুলী নামে দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহন করেন। খেলায় যমুনা দলকে ৩-১ গোলে হারিয়ে কর্ণফুলী দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন।
খেলার উদ্বোধক ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুস সালাম মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন, বক্সনগর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মেজবাহ উদ্দিন মিন্টু, মো. মকবুল আলম লিন্টু, ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ফেরদৌস আহমেদ পলাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাগর আহমেদ লিঠু অতিথি অভ্যর্থনায় ছিলেন আমিনুল ইসলাম।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দল অতিথিদের কাছে থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় বিজয়ী দলের অধিনায়ক সাগর ভ‚ইয়ার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তোলে দেন অতিথিবৃন্দরা।
মন্তব্য করুন