মাদকাসক্তদের সুস্থ করে আত্মকর্ম সংস্থানে নিয়োজিত করছে কারিতাস ইকোনোমিক রিইন্ট্রিগ্রেশন অফ ড্রাগ রিকভারিস ইন বাংলাদেশ প্রকল্প।
মোহাম্মদপুর অফিস হতে ইকোনোমিক রিইন্ট্রিগ্রেশন প্রকল্প হতে দ্বিতীয় ধাপে সাতজন মাদকাসক্ত রিকভারীদের প্রত্যেকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কারিতাস উদ্যম প্রকল্পইন চার্জ ফরিদ আহাম্মদ খান, মো: রবিউল ইসলাম সচিব ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলার অফিস, মো: জামাল হোসেন, মো: আলাউদ্দিন, মো: ফয়েজ আহম্মেদ, আগষ্টিনমিন্টুহালদার, মুনমুন ইসলাম, রিচার্ড ডি সিলভা, মোস্তাক আহম্মেদ সহ প্রমুখ।
এরআগে গত জুন মাসে প্রথম ধাপে ঐ সাতজনকে ৮ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। সাতজনই ক্ষুদ্র ব্যবসা করছেন। ক্ষুদ্র ব্যবসা করে মাসে ১৫/১৬ হাজার টাকা করে আয় করছেন বলে জানান। আত্মকমংস্থানে নিয়োজিত হয়ে মাদকাসক্ত রিকভারীরা পরিবারের আর্থিক সহায়তা দিচ্ছে।
অপরদিকে কারিতাস উদ্যম প্রকল্প মোহম্মদপুর অফিস কর্তৃক রিকোভারীদের ব্যবসায় সুরক্ষার বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মোট ২৪জন (মহিলা ০৬জন, পুরুষ ১৮জন) অংশগ্রহণ করে।
Leave a Reply
You must be logged in to post a comment.