ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম থেকে দুইটি গাঁজা গাছ ও ২০ গ্রাম গাঁজাসহ সুনিতা সিদ্ধা (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুনিতা সিদ্ধা ওই গ্রামের মহাদেব সিদ্ধার মেয়ে।
পুলিশ সুত্র জানায়, ঢাকা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে নবাবগঞ্জ থানার এসআই তানভীর শেখ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজা এবং দুইটি গাঁজার গাছ সহ সুনিতা সিদ্ধাকে গ্রেপ্তার করে।

নবাবগঞ্জ থানার এসআই তানভির শেখ বলেন, গ্রেপ্তারকৃত নারীকে মাদক আইনে মামলা দিয়ে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন