1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

নবাবগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৭৮৬ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বড় বাড়িল্যা গ্রামে একটি পুকুর থেকে মান্নান ফকির (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় ওই গ্রামের মিন্টু মেম্বারের বাড়ির পাশ্ববর্তী পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মান্নান ফকির উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা গ্রামের মৃত নছুরুদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও পরিবারসুত্র জানায়, মান্নান ফকির মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে মাঝে মাঝে বাড়ি থেকে চলে যেতেন।গত বুধবার বাড়ি থেকে বের হলে ফিরে না আসায় অনেক খোঁজাখুজি করা হয়। মঙ্গলবার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে স্বজনরা গিয়ে সনাক্ত করেন।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রর ইনচার্জ পরিদর্শক মো. আশফাক রাজীব হাসান জানান, মান্নান ফকির মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ