৮ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনামূল্যে সব বয়সী নারীদের ‘হ্যান্ড পেইন্ট’ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান করা হয়। সাংষ্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) এর আয়োজন করেন।
এসময় ৫২ জন নারীকে প্রশিক্ষণ সনদ প্রদান করেন সংগঠনটি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)’র সভাপতি সাংস্কৃতিক সংগঠক সফিউর রহমান তোতা।
উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা বিলকিস চৌধুরী, নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)’র ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদের হোসেন বুলু, প্রশিক্ষক ভেরোলিনা গমেজ, লিন্ডা গমেজ, মাইকেল গমেজ, শাহরিয়া ইস আফরিন সুমা, সাংবাদিক বিপ্লব ঘোষ প্রমুখ।
মন্তব্য করুন