“শুরুটা এখানেই শেষ করার দায়িত্ব আপনার ” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচীর আয়োজন করেন বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় প্রায় দুই শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন মুক্তি ক্লিনিক ও বিডি ক্লিনের সকল সদস্য-সদস্যাবৃন্দ।
বিডি ক্লিন বিভিন্ন সময়ে রাস্তাঘাট, শহীদ মিনার, ব্রীজ ও বাজার পরিষ্কার ও পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি ও রোধ করার কাজ করে থাকেন সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হরগোবিন্দ সরকার অনুপ, বিডি ক্লিনের সদস্য তাসদিদ আহমেদ, এমআর রাকিব, মোঃ ফয়সাল, ইনাম আহমেদ, শুভ কাজী, ঘোষ, সামিয়া আক্তার, মেহেরিন, ইনারা, জান্নাত, পিয়াল আহমেদ, হিমেল আহমেদ প্রমূখ।
Leave a Reply
You must be logged in to post a comment.