নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী মরহুম মোঃ দেলোয়ার হোসেনের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ শাহ আলম। শোক সভায় বক্তব্য রাখেন কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, সাবেক প্রধান শিক্ষক শায়খুল ইসলাম খন্দকার, দাতা সদস্য খন্দকার আবু হাসান সবুজ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সিনিয়র শিক্ষক নিরঞ্জন কুমার, সাবেক শিক্ষক অখিল চন্দ্র দাস, মরহুম দেলোয়ার হোসেনের সহধর্মিণী শিরীনা পারভীন, অভিভাবক সদস্য আল মেরাজ, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য ও ঢাকা জেলা দক্ষিণ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ খালিদ হোসেন সুমন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতাউর রহমান খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য রকিবুল ইসলাম রয়েল, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম টিপুসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।
Leave a Reply
You must be logged in to post a comment.