ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কাশিমপুর জালালপুর বাগমারা অগ্রণী সংঘ ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মতি মঞ্জিলের বিপরীত পাশে ক্লাবের কার্যালয়ে এক জরুরী সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে সর্ব সম্মতিক্রমে প্রস্তাবের মাধ্যমে লতিফ মৃধা মুকুলকে সভাপতি ও নাঈম আহমেদ খোকনকে সাধারণ সম্পাদক ও আনন্দ সাহাকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছর মেয়াদে কমিটি ঘোষনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অগ্রণী সংঘের সভাপতি ফরহাদ কবির ভূইয়া।
অগ্রণী সংঘের সাধারণ সম্পাদক তামিম আহমেদ পলাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অগ্রণী সংঘের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজির আহমেদ, মীর আরিফ আব্দুর রাজ্জাক, জাকির হোসেন, আব্দুর রশিদ শিকদার।
অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জসিম শিকদার, শাহিনুর রহমান তুতি, মামুন খান, পারভেজ কবির, মুক্তি সাহা, নারায়ন সাহা, বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেন্টু, নাহিন, মো.আজাদ, রিংকু, রেদোয়ান, মো.শহীদসহ আরও অনেকে।
উল্লেখ্য আগামী ১ লা জানুয়ারী ২০২২ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির কাছে বর্তমান কমিটি ক্ষমতা হস্তান্তর করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
মন্তব্য করুন