মা ইলিশ রক্ষায় ঢাকার দোহারের পদ্মা নদীতে তৃতীয় দিনেও নিরবিচ্ছিন্নভাবে অভিযান চালাচ্ছে প্রশাসন। বুধবার ভোর থেকেই তৃতীয়দিনে অভিযান শুরু করেন প্রশাসন।
উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর, দোহার থানা পুলিশের সমন্বয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ লুৎফুন্নাহার এ অভিযান পরিচালনা করেন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন পদ্মার নদীতে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞাকালীন কেউ যেন নদীতে মাছ শিকার করতে না পারে সে লক্ষ্যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ যৌথ অভিযান শুরু করেছে। কেউ আইন ভঙ্গ করলে তাদের জেল জরিমানার বিধান রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.