ঢাকার দোহার উপজেলায় দুইদিনে নতুন করে আরও ১৮২ জনের করোনা সনাক্ত হয়েছে।
সোমবার (২আগস্ট) রাতে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
ডাঃ জসিম জানান, ২৮ জুলাই উপজেলা কমপ্লেক্স থেকে পাঠানো ১৫৯ জনের নমুনা থেকে ৯৪ জনের করোনা পজেটিভ এসেছে। এছাড়া ২৯ জুলাই ১২৮ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৮৮ জনেরই করোনা পজেটিভ এসেছে। ২৪ ঘন্টায় সনাক্তের হার ৬৮.৭৫%।
জানা যায়, এ পর্যন্ত উপজেলা থেকে ৭৮৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মোট করোনা সনাক্ত হয়েছে ২০৩৩ জনের। সুুস্থ হয়েছে ১৩৬২ জন এবং চিকিৎসাধীন আছে ৬৪৫ জন। এছাড়া করোনায় মারা গেছে ২৬ জন।
মন্তব্য করুন