বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক ঢাকা ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৪০ মণ জাটকা ও ১টি স্পীড বোটসহ ৩ জনকে আটক করা হয়েছে।
মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিতিত্তে অভিযান পরিচালনা করে একটি স্পীড বোটকে সন্দেহ জনক মনে হলে জব্দ করা হয়। জব্দকৃত স্পীড বোটটি তল্লাশী করে আনুমানিক ৪০ মণ জাটকাসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা থানার সাকোর হাওলাদার কান্দি গ্রাামের খলিল হাওলাদারের ছেলে উজ্জল মিয়া (৩৩), একই জেলার সখিপুর থানা নরসিংদীপুর গ্রামের নুর মিয়া শিকদারের ছেলে আজমান শিকদার (৩৫) এবং শাহিন শিকদার (৩০)।
পরে আটককৃত তিনজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়, জব্দকৃত স্পিড বোর্ড নির্বাহী ম্যাজিসট্যাট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোস্ট গােের্ডর হেফাজতে রাখার হয় এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
মন্তব্য করুন