1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

সন্দেহ থাকলে ইভিএম পরীক্ষা করুন: ইসি

রিপোর্টার:
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭২৪ বার দেখা হয়েছে

প্রিয়বাংলা নিউজ২৪:

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে শতভাগ কেন্দ্রে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএমের পক্ষ নিলেও তাতে বরাবরই আপত্তি জানিয়ে আসছে বিএনপি ও তাদের রাজনৈতিক মিত্ররা। তাদের বক্তব্য, ইভিএমে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। এই যন্ত্রে সহেজেই কারচুপি করা যায়। তাই ইভিএম ব্যবহার করে নির্বাচনের বিশ্বাসযোগ্য ফল পাওয়া অসম্ভব।

নির্বাচন ভবনে রোববার বিএনপির ইভিএম নিয়ে অভিযোগের প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোটযন্ত্রটির নিরাপত্তা নিশ্চিত করে কাস্টমাইজ করা হয়। তবে দলের বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। ব্যবস্থাপনার দিক থেকে বলতে পারি, ইভিএমে অনৈতিক কার্যক্রম করা কোনোভাবেই সম্ভব নয়। তারপরেও কেউ যদি রিচেক করতে চায় তাদের আমরা স্বাগত জানাই।’

‘আমরা ইভিএম প্রদর্শনীর আয়োজন করবো। কারো সন্দেহ থাকলে, তারা এসে দেখতে পারেন। আমরা যে নিরাপত্তা নিশ্চিত করছি, তাতে আমরা কনফিডেন্ট কোনো অনৈতিক কর্মকা- কারো পক্ষে করা সম্ভব হবে না। কারো কনফিউশন থাকলে আমরা তাদের কাছে পৌঁছে যাবো।’

তিনি বলেন, ‘নির্বাচনী এলাকায় ইভিএম নিয়ে কেউ অপব্যবহারের চেষ্টা করছে আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। যদি কোনো তথ্য থাকে, সুনির্দিষ্ট তথ্য থাকে প্রমাণসহ, আমরা সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবো। নির্বাচনে ইভিএমের অপব্যবহার হলে প্রয়োজনে সেসব কেন্দ্র বা বুথ বন্ধ করে দেওয়া হবে। কেউ অপব্যবহার করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নিতে কমিশন বদ্ধপরিকর।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ