ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কুমিল্লার মুরাদগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে ঢাকার দোহারে মানববন্ধন করেছে বাংলদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং ছাত্র যুব ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এ কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেণ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দোহার উপজেলা শাখার নেতাকর্মীরা।
শনিবার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ধর্ম অবমাননার গুজব তুলে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ধরণের ব্যানার ও প্লাকার্ড নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন এ কর্মসূচীতে। সারাদেশে একযোগে এ কর্মসূচির অংশ হিসেবে দোহারেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দোহার উপজেলার সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পাল, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু, সাধারণ সম্পাদক রিপন রাজবংশী, ঢাকা জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি মানিক মন্ডল, যুগ্ম সম্পাদক আশীষ কুমার সরকার, রুপচাঁন বিশ্বাস, মাখন লাল বৈদ্য, গৌর পাল সহ আরো অনেকে।

মন্তব্য করুন