ঢাকার দোহার উপজেলার বিভিন্ন মসজিদের ৩১৬ জন ঈমাম পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনার টাকা।
শনিবার (৩০ মে) দোহার উপজেলা পরিষদ সভাকক্ষ থেকে ১২৯ জন ঈমামকে প্রণোদনা হিসেবে নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। পর্যায়ক্রমে ৩১৬ জন ঈমামই পাবেন এ প্রণোদনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে প্রণোদনার টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ঈমামগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.