করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে থাকা নিজ এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরি আলমগীর।
ব্যক্তিগত অর্থায়নে ও পরিবারের সহযোগিতায় উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার ৭৩০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আলমগীর চৌধুরি জানান, করোনা সংকটের প্রথম ধাপে দোহার পৌরসভার ৫নং ওয়ার্ডের (দক্ষিণ জয়পাড়া) ২৩০টি দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। দ্বিতীয় ধাপে গত বুধবার থেকে আরও ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম চলছে। তিনি বলেন, করোনা সংকটের শেষ পর্যন্ত এলাকাবাসীর পাশ থাকব আমি ও আমার পরিবারের সদস্যরা।
Leave a Reply
You must be logged in to post a comment.