করোনা সংকটের কারণে নিজের ঈদ শপিং-কে গৌণ হিসেবে নিয়ে মুখ্য হিসেবে মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন ছাত্রলীগ নেত্রী শেখ নিশাত স্বর্ণা। নিজের ও পরিবারের ঈদ শপিং-এর খরচ বাঁচিয়ে ঢাকার দোহারে নিজ গ্রামের ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি।
শেখ নিশাত স্বর্ণা বলেন, করোনা সংকটের কারনে গ্রামের কিছু পরিবারের পাশে থাকার ইচ্ছাশক্তি থেকেই এ কাজটি করেছি। ভাল পোশাকে হয়তো একা আনন্দ পেতাম, খুশি হতাম। সেই আনন্দ ও খুশি সবার মধ্যে ভাগাভাগি করে নিলাম। তিনি জানান, প্রতিটি পরিবারে ‘ঈদ উপহার’ হিসেবে পোলাও’র চাল, সেমাই, নুডুলস, চিনি, তেল, পেঁয়াজ, গুড়ো দুধ ও লবন দিয়েছি।
Leave a Reply
You must be logged in to post a comment.