করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট দূর করতে দ্বিতীয় ধাপে দরিদ্র মানুষের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করেছেন হুমায়ুন ফাউন্ডেশন।
শনিবার (১৬ মে) সকলে উপজেলার রাইপাড়া, নয়াবাড়ি ও কুসুমহাটি ইউনিয়নের ৫১০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন হুমায়ুন ফাউন্ডেশনের প্রধান হুমায়ুন খান ও তার ছেলে ইয়াসির হুমায়ুন খান। নিজ বাড়ি থেকে সহায়তা প্রদানের পাশাপাশি কিছু কিছু মানুষের ঘরে তাঁরা খাদ্য উপকরণ পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সুরুজ আলম সুরুজ, দেওয়ান সুজন সহ আরও অনেকে।
এর আগে খাদ্য সামগ্রী বিতরণের প্রথম ধাপে গেল মাসে ইকরাশী, আউলিয়াবাদসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মাঝে অন্তত ৫০০ প্যাকেট খাদ্য উপকরণ বিতরণ করেন হুমায়ুন ফাউন্ডেশনের প্রধান হুমায়ুন খান।
হুমায়ুন খান জানান, সংকট চলাকালীন নিজ এলাকার দরিদ্র মানুষের পাশে থাকবেন তিনি। ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা প্রক্রিয়া চলমান থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.