ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল থেকে শুরু হয়ে বিকেলে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
ক্রীড়া উদ্বোধন ঘোষনা করেন কৈলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বশির আহমেদ।
কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি শাহীন এম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা পরিষদ সদস্য আরিফুর রহমান খান, কৈলাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মনেক্কা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, সদস্য মো.আশরাফুজ্জামান।
উপস্থিত ছিলেন, কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল হাইস্কুল প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ। শেষে বিজয়ীরা অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
মন্তব্য করুন