চলতি ফিফা ওয়াল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সৌদি আরবকে সমর্থন করে সে দেশের পতাকা টাঙাতে গিয়ে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক কিশোর বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের
পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
শনিবার দুপুরে উপজেলার আব্দুল্লাপুরে একটি হোটেলের তিন তলার ছাদে এ ঘটনা ঘটে।
দগ্ধ মো. আরমান (১৪) ওই এলাকার বাসিন্দা। স্থানীয় একটি হোটেলে কাজ করতো সে।
দগ্ধ আরমানের মায়ের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বাচ্চু জানান, দুপুরে হোটেলে কর্মরত অবস্থায় হোটেলের তিনতলার ছাদে বাঁশের সঙ্গে সৌদি আরবের পতাকা টাঙানোর সময় পাশের বিদ্যুতের তারে লেগে ওই কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।
মন্তব্য করুন