করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশনা অমান্য করে হোটেল চালু রাখায় ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে তিনটি খাবার হোটেল বন্ধ করে দিয়েছে পুলিশ।
শনিবার সকালে দোহার থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন বাজারে অভিযানে নামে। এসময় জয়পাড়া বাজারের দবুর হোটেল, রফিকের হোটেল এবং রশিদের হোটেল বন্ধ করে দেয় পুলিশ। একইসাথে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় বাদে বাজারের অন্যান্য দোকানপাট বন্ধ করে দেয়া হয়। জয়পাড়া ও লটাখোলা নতুন বাজারে পুলিশ আসার খবর পেয়ে অনেকে দোকান বন্ধ করে এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, প্রশাসনের নির্দেশনা অমান্য করে কেউ কাজ করলে তাকে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন