ঢাকার নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করেছে উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষ্যে সকালে উপজলোর প্রধান ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের ছবি সম্বলিত মঞ্চ তৈরী করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তাগণ।
প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি মো. আ.হালিম, প্রকৗশলী জুলফিকার হক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,ওসি সিরাজুল ইসলাম শেখ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা পরিষদ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান শিকদার। শ্রদ্ধা জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভ‚ইয়া কিসমতসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমারে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
আলোচনা শেষে কুইজ, রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগী বিজয়ী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.