ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট পদ্মানদী থেকে সোমবার রাতে তিন জেলেকে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে আটক করে দোহার কুতুবপুর নৌ- পুলিশ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুরের চরভদ্রাশন উপজেলার মোল্লাডাঙ্গী এলাকার জৈনদ্দিনের ছেলে শেখ মানিক (৪০), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বসন্তপুর এলাকার সোনামিয়ার ছেলে মোঃ নজরুল (২১) ও ফরিদপুরের কোতয়ালী উপজেলার ঝাউপাড়া এলাকার শেখ ইসহাকের ছেলে শেখ ফয়সাল।
মন্তব্য করুন