ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।
এ সময় বিভিন্ন ধারায় উপজেলার শোল্লা ও চন্দ্রখোলা এলাকায় দুই মোটর সাইকেল চালক ও দুই ব্যবসায়ীকে বিভিন্ন অপরাধে ৪টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, নবাবগঞ্জ উপজেলার শোল্লা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স বিহীন ও হেলমেট না থাকায় দুই মোটর সাইকেল চালকের ২ হাজার টাকা ও চন্দ্রখোলা এলাকায় পণ্যে পাটজাত মোড়ক না থাকার অপরাধে চাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং একই এলাকায় লাইসেন্স ছাড়া করাত কল স্থাপন করে ব্যবসা পরিচালনা করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন