ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি হাসপাতালের সভাকক্ষে সোমবার দুপুরে স্বাস্থ্য সেবা সহজীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক ও বিভিন্ন ওষুধ কম্পানির প্রতিনিধিদের সংগঠন ফাঁড়িয়ার প্রতিনিধিদের নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকের সেবার মান বৃদ্ধি, ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ক্লিনিক, ডায়াগনস্টিকের নিয়োজিত দালালদের উৎপাত থেকে করনীয় শীর্ষক আলোচনা হয়। এছাড়া সরকারি হাসপাতালের ভিতরে অবস্থানরত বিভিন্ন ক্লিনিক ও প্রাইভেট মালিকদের অ্যাম্বুলেন্স ব্যবসার সিন্ডিগেট বিষয়ে আলোচনা হয়। এ থেকে সাধারন মানুষকে মুক্তি দিতে প্রশাসনের কঠোর ব্যবস্থার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম ও দোহার থানার ওসি মোস্তফা কামাল।
তারা বলেন, কোন সাধারন রোগীকে হয়রানী করলে তা শক্ত হাতে দমন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন, রোগনিয়ন্ত্রক বিভাগের ডা. উম্মে হুমায়রা কানেতা সহ আরও অনেকে।
মন্তব্য করুন