প্রথম বাংলাদেশ চীন মৈত্রী (পোস্তগোলা) সেতুতে দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ট্রাক চালক আবুল কালাম (৩০)।
তিনি চট্টগ্রামের ফটিকছড়ির জাফর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ট্রাকটি কেরানীগঞ্জ থেকে রাজধানী ঢাকার দিকে ঢুকছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকচালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত একটি সিএনজি চালিত অটোরিকশা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক বাচ্চু মিয়া।
মন্তব্য করুন