ঢাকার নবাবগঞ্জে মোটর সাইকেল চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হালিম।
জানা যায়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, এক মোটর সাইকেলে তিনজন আরোহন করার অপরাধে ১২টি মামলা দিয়ে ১০ হাজার ৩’শত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন