ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নদীভাঙন কবলিত এলাকার জনসাধারনের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান করা হয়। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় উপজেলার ২৯ টি নদীভাঙন কবলিত পরিবারের মাঝে ১৫ লক্ষ্য টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, উপস্থিত ছিলেন উপজেলা আওয়াম ীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্মআহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, পলাশ চৌধুরীসহ আরো অনেকে।
মন্তব্য করুন