বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
রবিবার সকাল ১০টায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কায়কোবাদ চত্ত্বর হয়ে বাগমারা বাজার ঘুরে পরে কলেজ মাঠে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এসময় ভারতের সকল পণ্য বর্জনের আহবান জানান বিক্ষোভকারীরা। বিজেপি দুই নেতা নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালের শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল। এসময় মুফতি মো. ইব্রাহিম, সাইফুল ইসলাম নিরব, নাসির উদ্দিন, ইমরান হোসেন, হিরা, রবিন, আবদুল্লাহ মামুনসহ শত শত ধর্মপ্রাণ মুসলমান এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.