নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজীদা পারভীন তিন্নির গল্প-ছবির বই আসছে এবারের একুশে গ্রন্থমেলায়। ছোট্টমনিদের জন্য লেখা ‘কুনো ব্যাঙের বন্ধুরা’ নামে বইটি ২/১ দিনের মধ্যে পাওয়া যাবে বইমেলার ‘অন্বেষা প্রকাশন’ এর স্টলে।
যারা বড় বড় চোখে বিস্ময় নিয়ে দেখে রোজ পৃথিবীকে। প্রতিদিন নতুন এ্যাডভেঞ্চার তাদের। সারাদিন বাসায় লাফ ঝাঁপ দিয়েও শান্ত হতে পারেনা তারা। শুধু রাতের ঘুমুবার বেলায় মায়ের কোলে মুখ লুকায়! আর বলে, এবার একটা গল্প বলো। লেখকের মতে, সেইসব ক্ষুদে পাঠকরা মায়ের কোলে এই বই পড়তে পড়তে ঘুমিয়ে যাবে স্বপ্ন রাজ্যে!
এমনই চিন্তাধারা নিয়ে ‘কুনো ব্যাঙের বন্ধুরা’ বইটি লেখা হয়েছে।
লেখক পরিচিতি: বাবা সাইদুর রহমান এবং মা রাশিদা বেগমের কনিষ্ঠ কন্যা সানজিদা পারভীন তিন্নির জন্ম নীলফামারী জেলার সৈয়দপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে প্রশাসন ক্যাডারে তিনি কর্মরত আছেন। তিনি একজন শখের আঁকিয়ে ও প্রচ্ছদ শিল্পী। ভালোবাসেন বই পড়তে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি’র সাংগঠনিক সম্পাদক সানজিদা পারভীন তিন্নির জীবনসঙ্গী কথাসাহিত্যিক আব্দুল্লাহ আল ইমরান।
Leave a Reply
You must be logged in to post a comment.