1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

সালমান রহমানের উদ্যোগ: দরিদ্ররা পেল গবাদিপশু ও সেলাই মেশিন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ ২৪
  • আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৮৭১ বার দেখা হয়েছে

সালমান এফ রহমান এমপি কর্তৃক তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মাঝে গবাদিপশু ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জয়পাড়াস্থ জেলা পরিষদ ডাকবাংলোতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ঝিলু, সালমান এফ রহমানের এপিএস তোফাজ্জল হোসেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, ফজলুর রহমান ফাউন্ডেশনের আব্দুর রউফ মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, দোহার থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, ওসি তদন্ত মো. আরাফাত হোসেন, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন পাভেল সহ আরো অনেকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ