মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন সিপাহীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ হানিফ মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত হানিফ ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর উপজেলা রুদ্রক্ষ, ধনাশী গ্রামের খুসিত মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান র্যাব-১১, সিপিসি-১, নারায়নগঞ্জ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, মঙ্গলবার র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মুন্সিগঞ্জের সিপাহীপাড়া এলাকায় একটি পিকআপে বিপুল পরিমান গাঁজা রয়েছে। খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ হানিফকে গ্রেফতার করে। জব্দ করা হয় পিকআপটি। গ্রেফতারকৃত হানিফের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন