1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে নবাবগঞ্জে গণসংহতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪১৩ বার দেখা হয়েছে

ভোজ্যতেল, চাল, ডাল, সিলিন্ডারগ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন নবাবগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নেতাকর্মীরা এক ঘন্টা দাঁড়িয়ে এ মানববন্ধন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মিজানুর রহমান মোল্লা।
প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও ঢাকা জেলার সভাপতি বাচ্চু ভূইয়া।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা বাজার মনিটরিং জোরদারসহ সব নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জোর দাবি জানান।

বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক আলিফ দেওয়ান, নবাবগঞ্জ উপজেলা শাখা আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম মোল্লা।

মানববন্ধনে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ