1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

দোহারে তিনহাজার ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২০৮১ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট থেকে তিন হাজার পিস ইয়াবাসহ মো. জহর আলী (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এবং ওসি তদন্ত মো. আরাফাতের নেতৃত্বে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহ আলম, এসআই মো. মনিরুজ্জামান এবং এএসআই দিনেশ ঘোষ সহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মৈনটঘাট থেকে জহর আলীকে আটক করে।
এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে পৃথকভাবে মোড়ানো তিনহাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ইয়াবা কারবারির সাথে আরো কয়েকজন সম্পৃক্ত রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
আটককৃত জহর আলী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগড় ইউনিয়নের ছদ্দি গ্রামের আনারউদ্দিনের ছেলে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, দোহারের মৈনট ঘাট থেকে স্পিডবোট যোগে গোপালগঞ্জে যাবার তাকে আটক করা হয়।

ইয়াবাসহ মাদক কারবারি ধরা

দোহারে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি ধরা পুলিশের হাতে!@ PriyobanglaNews24

Posted by PriyobanglaNews24 on Sunday, February 2, 2020

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ