1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

উজান বই আলোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রিয়বাংলা নিউজ২৪:
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪৯৬ বার দেখা হয়েছে

উজান বই আলোচনা প্রতিযোগিতায়-২০২১ বিজয়ী ও নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে এই প্রতিযোগিতায় বিজয়ী তিনজন এবং নির্বাচিত দশজনের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা।

এই আয়োজনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, দেশের মানুষের জ্ঞানভান্ডার এবং চেতনার জগৎকে সমৃদ্ধ করার জন্য সংস্কৃতি-সাহিত্য-শিল্প এবং ভাবের আদান-প্রদানের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, উজান যেভাবে কাজ করেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। আগামীতে তরুন ও নতুন প্রজন্ম তাদের নতুন নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে উজানের মতো নতুন উদ্যোগ নিয়ে দেশের সাহিত্য-সংস্কৃতি এবং শিল্পকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এক্ষেত্রে সরকারের এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্কের নানা দিক তুলে ধরে এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, আগামীতেও কোরিয়ার সাহিত্য ও সংস্কৃতির নানা উপাদান নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশের এবং বাংলা ভাষার সাহিত্যের কোরিয়ার ভাষায় অনুবাদের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানের সভাপতি কবি মুহম্মদ নুরুল হুদা অনুবাদের নানা দিক তুলে ধরেন। বিশ্বমানবের প্রথম ভাষা অনুবাদ বলেই জানান তিনি। কোরিয়া এবং বাংলাদেশের সাহিত্যের অনুবাদের ক্ষেত্রে বাংলা একাডেমি সামনের দিনগুলোতে উদ্যোগ নেবে বলে আশ্বস্ত করেন তিনি। এক্ষেত্রে কোরিয়াকে এগিয়ে আসার আহবান জানান তিনি। ভষিবষ্যতে বাংলা একাডেমি নতুন লেখক, অনুবাদক এবং তরুণ লেখকদের জন্য নতুন প্রকল্প ও পরিকল্পনা নিয়ে আসছে বলেও জানা কবি মুহম্মদ নুরুল হুদা।

অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন প্রতিষ্ঠান উজানের সমন্বয়ক সুলতান আহম্মেদ বলেন, আমরা বিভিন্ন দেশের সংস্কৃতি ও সাহিত্যের সাথে বাংলাদেশের পাঠক সমাজের একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার কাজকে তরান্বিত করতে চাই। আমাদের সমাজের মানুষের মধ্যে একরৈখিক এবং একমুখী চিন্তার একটা বড় প্রবণতা রয়েছে। এই প্রবণতা দেশ ও সমাজের জন্য সব সময় সুখকর হয় না। আমরা মনে করি আমাদের দেশ ও সমাজের জন্য বহুত্ববাদী মনোভাব বড় জরুরি। বহু সংস্কৃতিকে জানা এবং অন্যের সংস্কৃতির প্রতি ভালবাসার মানসিকতা আমাদের নিজেদের সংস্কৃতি ও মানবিকবোধ আরও বেগবান ও সম্প্রসারিত করবে বলেই আমরা আশাবাদি। এই লক্ষ্যেই আমরা নানা দেশের সাহিত্যের নতুন নতুন অনুবাদ তুলে ধরছি।

এবার এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন যথাক্রমে সরোজ মোস্তফা, ইলিয়াস বাবর এবং মাজেদা মুজিব। এই প্রতিযোগিতায় যাদের আলোচনা নির্বাচিত হয়েছে তারা বলেন, মিলু হাসান, জাহিদ সোহাগ, সিরাজুম মুনিরা, সম্প্রীতি মল্লিক, অলাত এহসান, হারুন সুমন, রুম্মানা জান্নাত, ফরহাদ হোসেন, হাসান জামিল, আবিদা তাহসিন প্রমি।

বিজয়ীদের মধ্যে প্রথম স্থান ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীর হাতে ১০ হাজার টাকার চেক এবং অভিনন্দনপত্র তুলে দেন অতিথিরা। নির্বাচিতদের প্রত্যেককে দেওয়া হয়েছে ৫ হাজার টাকা মূল্যমানের বইয়ের কুপন।

কোরীয় ভাষার সাহিত্যের অনুবাদ নিয়ে ছিল এবারের উজান বই আলোচনা প্রতিযোগিতা। প্রকাশনা প্রতিষ্ঠান ও উজান থেকে প্রকাশিত ষড়ৈশ্বর্য মুহম্মদ সম্পাদিত ও কোরিয়ার গল্প এবং ছন্দা মাহবুবের অনুবাদে ও কোরিয়ার কবিতা বই দুটি ছিল এবারের আয়োজন। বই দুটির প্রকাশনা ও প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউট কোরিয়া।

গত কয়েক মাস ধরে চলা এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে আলোচনা পাঠিয়েছেন লেখালেখি এবং পাঠাপাঠের যুক্ত অনেকেই। সেসব লেখা থেকেই বাছাই করে তিনজনকে সেরা নির্বাচন করা হয়েছে। অংশগ্রহণকারী আরও ১০ জনের আলোচনাকে নির্বাচিত হিসেবে বাছাই করা হয়। বাছাই ও নির্বাচনের এই প্রক্রিয়ায় বিচারক ছিলেন একুে পদকপ্রাপ্ত সাহিত্যিক সুব্রত বড়ুয়া, কবি ও অনুবাদক কুমার চক্রবর্তী, অনুবাদক রফিক-উম-মুনীর চৌধূরী, কবি সোহেল হাসান গালিব এবং অনুবাক শিউলি ফাতেহা।

প্রতিযোগিতায় বিজয়ী ও নির্বাচিতদের লেখাগুলো বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পত্রপত্রিকা কিংবা সাময়িকীতে বাংলা, ইংরেজি এবং কোরিয়ান ভাষায় শিগগিরই প্রকাশিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ