অবশেষ ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ্ববর্তি পৌরসভার অস্থায়ি ময়লার ভাগাড় অপসারণের কাজ শুরু হয়েছে। সোমবার সকাল আটটার দিকে পৌরসভার কর্মচারীরা দুটি ট্রাকে করে ময়লাগুলো সেখানে থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।
তাদের সাথে কথা বলে জানা যায়, পৌর মেয়র হাজী আব্দুর রহিম মিয়ার আড়িয়াল বিলের নিজস্ব জায়গায় তিনি এই ময়লা এখন থেকে ফেলবেন। যাতে করে রতন চত্তর থেকে পশু হাসপাতার সড়ক ও জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চলাচলকারী কোন মানুষকে আর দূর্ভোগ পোহাতে না হয়।
দোহার পৌরসভার বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার স্থায়ী জায়গা না থাকায় অস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ময়লা ফেলছিলেন পৌরসভা কর্তৃপক্ষ। ফলে ময়লার র্দুগন্ধে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে স্থানীয় ও পথচারীদের।
সড়কে চলাচলকারী ভুক্তভোগীরা জানান, এমন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লার ভাগাড় তৈরি করে মানুষকে কষ্ট দেওয়া না হয় পৌরসভা কর্তৃপক্ষ সেটি খেয়াল রাখবেন। সেই সাথে আড়িয়াল বিলে ময়লা ফেলায় পরিবেশ বিপর্যয় যাতে না ঘটে সেটিও পৌরসভাকে খেয়াল রাখতে হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.