ঢাকার দোহারে লিটন সাধু (৫০) নামে এক ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ লিটন সাধুকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। এর আগে লিটন সাধুর কাছ থেকে গাজা পাওয়া যায়।
মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
দোহার উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি।
Leave a Reply
You must be logged in to post a comment.