ঢাকার দোহারে মাদক সেবন ও রাখার দায়ে ৪ ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি তাদের এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন মুকসুদপুর এলাকার আব্দুর রবের ছেলে মো মতিউর রহমান (৫৫), মালিকান্দা গ্রামের শেখ নাজিরের ছেলে বাবুল (৩২), মৃত কাশেমের পুত্র মোতালেব (৪৫), আতিয়ার রহমানের ছেলে মোঃ শিপন মোল্লা (২৭)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘুলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর করায় মতিউরকে ১ মাসের এবং হেরোইন সেবন ও রাখার দায়ে বাবুল, মোতালেব ও শিপনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি।
মন্তব্য করুন