ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা মহিলা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা কর্মকর্তার অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল।
এ সময় উপজেলার বিভিন্ন ক্লাব প্রধানদের মাঝে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালযের আয়োজনে ইউপি চেয়ারম্যান ও সচিবদের সঙ্গে এনজিও সংস্থা ইনভেস্টমেন্ট কম্পোনেট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ প্রকল্পের মাধ্যমে উপজেলায় ১ হাজার ৫০০ জনকে উপকারভোগী কার্ড প্রদান করা হবে বলে অনুষ্ঠানে অবগত করা হয়।
নবাবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিনের সঞ্চালনায় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বিশ্ব খাদ্য কর্মসূচীর প্রোগ্রাম পলিসি অফিসার শশাঙ্কর চন্দ্র দাস, প্রশিক্ষণ কর্মকর্তা রাজু আহমেদ,উপস্থিত ছিলেন, উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণ ও বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.