ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের একটি সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় এবং পথচারিরা। নয়নশ্রী ইউনিয়ন পরিষদ থেকে খানেপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
জানা যায়, ৩ বছর আগে সড়কটি ইট দিয়ে সম্প্রসারণ করা হলেও এরই মধ্যে অনেক স্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। সামান্য বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হওয়া ছোট-বড় গর্তে পানি জমে থাকে। শুষ্ক মৌসুমে চলাচল করতে পারলেও বৃষ্টির দিনে চলাচল করা কস্টসাধ্য হয়ে উঠে। এমন দুর্ভোগের শিকার রাধাকান্তপুর ও খানেপুর এলাকার কয়েক হাজার মানুষ। সড়কের বেহাল দশার কারনে স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন ভোগান্তিতে। অতিরিক্ত ভাড়ায়ও গাড়ি না আসায় মাথায় করেই পণ্য সামগ্রী আনতে হচ্ছে তাদের। কখনো কখনো প্রসূতি রোগী হাসপাতালে নিতেও পড়তে হচ্ছে বিপদে। এছাড়া দুর্ভোগের শিকার আশপাশের দুটি মাধ্যমিক, দুটি উচ্চ মাধ্যমিক, ৪টি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা। সংস্কারের অভাবে সড়কটি দিয়ে গাড়ি চলাচল তো দূরে থাক, পায়ে চলাচল করাও কষ্টকর।
রাধাকান্তপুর এলাকার আমেন বেগম আক্ষেপের স্বরে বলেন, ‘ভোটের সময় বলে নির্বাচনে পাস করলে রাস্তা ঠিক কইরা দিমু। কিন্তু নির্বাচনের পরে আর খবরও নেয় না। কত চেয়ারম্যান আসলো কেউ আর রাস্তা পাকা করে দেয় না। সবাই শুধু আশ্বাস ই দেয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাসানুর আমিন বলেন, রাস্তাটি দিয়ে পায়ে হেটে চলাচল করাও কষ্টকর। যানবাহন চলাচলও করতে পারছে না। ইট উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের পানি ছিটকে কাপড় চোপড়ও নষ্ট হচ্ছে। বেশি ভোগান্তিতে পড়তে হয় মুমূর্ষ রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে। রাস্তাটি কার্পেটিং করা হলে আমাদের কষ্টটা লাঘব হবে। দ্রুত রাস্তাটি কার্পেটিং এর দাবি জানান তিনি।
মুদি দোকানদার শেখ মহিউদ্দিন মিশু বলেন, এ রাস্তায় কোনো গাড়ি আসতে চায় না। কিছু কিছু সময় অতিরিক্ত ভাড়া দিলেও আসতে চায় না। দোকানের জন্য মালামাল কিনে অর্ধেক পথেই নামায় দিয়ে যায়। সেখান থেকে পায়ে হেটে মালামাল দোকানে আনতে হয়। রাস্তা খারাপের কারনে তিন বছর ধরেই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের।
রাধাকান্তপুর এলাকার মো আলহাদ বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। কখনো কখনো বেহাল রাস্তাটির কারনে বিয়েও ভেঙে যায়। কেউ আত্মীয় করতে চায় না। তিনি রাস্তাটি দ্রুত রাস্তাটি কার্পেটিং করার দাবি জানান।
এ ব্যাপারে নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন মোল্লা বলেন, রাস্তাটি কয়েকবার মেরামত করা হয়েছে। রাস্তাটি সামনে কার্পেটিং এর ব্যবস্থা করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.