1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে করোনায় গর্ভবতী নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১৪৯৩ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে তৃপ্তি বাড়ৈ (২৩) নামে ৬ মাসের গর্ভবতী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ১০টায় ঢাকার রিলেশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত তৃপ্তি বাড়ৈ উপজেলার দক্ষিণ শোল্লার নীল কমল বাড়ৈর মেয়ে ও হরি বেপারীর স্ত্রী ছিলেন।

শুক্রবার (২৩জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম। ওই নারী ৬ মাসের গর্ভবতী ছিলেন বলেও জানান তিনি।

নবাবগঞ্জ উপজেলা সৎকার কমিটির প্রধান সমন্বয়ক অনুপম দত্ত নিপুু জানান, তৃপ্তি বাড়ৈ করোনায় আক্রান্ত হয়ে হয়ে বৃহস্পতিবার রাজধানীর রিলেশন জেনারেল হাসপাতালে ভর্তি হন। ঐ দিন রাত ১০টায় মারা যান তিনি। সকালে সৎকার কমিটির দলনেতা অনুপম দত্ত নিপ’রু নেতৃত্বে সৎকার কমিটির সদস্য অর্জুন দাস, চিত্ত দাস, অন্তহীন, বাসুদেব, গণপতি লাশ গ্রহন করেন। দুপুরে শোল্লা শ্মশানে লাশ সৎকার করা হয়।

নিপু মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন ওই নারী ৬ মাসের অন্তঃসত্বা ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ