ঢাকার দোহারের পদ্মা নদীতে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করে উচ্চশব্দে গানবাজনা এবং অশালীন নৃত্যের অপরাধে ৬৫ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। ঈদের দ্বিতীয়দিন বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এফ এম ফিরোজ মাহমুদ। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।
জানা যায়, আটককৃতদের প্রায় সবাই অপ্রাপ্তবয়স্ক । এসময় ট্রলার চালকদের জরিমানা করা হয়, জব্দ করা হয় সাউন্ড সিস্টেম।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ মাহমুদ বলেন, এধরনের অপরাধের জন্য আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন