ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ মো. মতি হাওলাদার (৪৫) ও সুলতান মাঝি (৪৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত মতি উপজেলার টিকরপুর গ্রামের আ. মান্নান হাওলাদারের ছেলে এবং সুলতান মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাড়ৈখালী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। সুলতান নবাবগঞ্জের টিকরপুর থাকতেন।
মঙ্গলবার র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে নবাবগঞ্জের টিকরপুরে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মোঃ আবু ছালেহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ মতি হাওলাদার ও সুলতান মাঝিকে গ্রেপ্তার করে র্যাব। তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন