ঢাকার দোহার উপজেলার লটাখোলা-বাঁশতলা সড়কে ইজিবাইকের ধাক্কায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি লটাখোলা এলাকার আমির উদ্দিন বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের মোড়ের প্রধান সড়কে বেপরোয়া গতিতে আসা একটি ইজিবাইক ধাক্কা দেয় জাহাঙ্গীর আলমকে। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেণ। তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌছলে সেখানে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
লটাখোলা-বাঁশতলা সড়কটিতে এ ধরণের দূর্ঘটনা প্রায়ই ঘটতে থাকায় আতঙ্কিত এখন সড়কটি আশপাশে বসবাসরত বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের পর থেকে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারনে প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা। বিশেষ করে বেপরোয়া গতিতে অদক্ষ চালকদের হাতে ইজিবাইকের চালানোর কারণে এমন ঘটনার স্বীকার হচ্ছে অনেকেই।
স্থানীয় বাসিন্দা দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ বলেন, দূর্ঘটনা রোধে লটাখোলা-বাঁশতলা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গতিরোধক স্থাপন জরুরি হয়ে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এভাবে প্রাণহানির ঘটনা বাড়তেই থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.