স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসেবা পেয়েছে নদীপারের পাঁচ শতাধিক দরিদ্র মানুষ। মুজিব শতবর্ষ উপলক্ষে শনিবার দিনব্যাপী ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর গ্রামে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বতে বাংলাদেশ করোনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে। সারা বিশ্ব প্রধানরা যখন করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর নেত্বতে আমরা করোনা পরিস্থিতি সুন্দরভাবে মোকাবিলা করতে পেরেছি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় দেশের জনগনের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যার প্রমাণ ইতোমধ্যেই সকলে পেয়েছে। শেখ হাসিনার নেত্বতে। বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে।
চিকিৎসা সেবা কার্যক্রমে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, করোনা মহামারিতে পৃথিবীর বড় বড় দেশের রাষ্ট্রনায়করা যখন জনগণের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছেন, তখন প্রধানমন্ত্রী দেশের জনগনকে আশার আলো দেখিয়েছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত্বতের কারনেই বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, দোহার থানার ওসি মোস্তফা কামাল সহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.